দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান সাময়িক বরখাস্ত

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাও. আজিজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা স্বাক্ষরিত একটি পত্র দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানান, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দামুড়হুদা মডেল থানার মামলা নং ১৯, তারিখ ১৭/০৯/১৪, জিআর ৩০৮/২০১৪ অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে। আদালতে অভিযোগপত্র গৃহিত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে। সেহেতু উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩ খ (১) ধারা অনুসারে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমানকে  সাময়িকভাবে বরখাস্ত করা হলো। নির্বাহী অফিসার আরো জানান, সোমবার বেলা ২টার দিকে পত্র পেয়ে আমি উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে পত্র প্রেরণ করেছি। পত্রটি উপজেলা চেয়ারম্যান গ্রহণ করার পর প্রজ্ঞাপনটি কার্যকর হবে।