দামুড়হুদা উপজেলার ৪ ইউনিয়নেই উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত

জুড়ানপুরে সোহরাব কার্পাসডাঙ্গায় ভট্টু কুড়লগাছিতে ইনু এবং দামুড়হুদায় মিল্টন চেয়ারম্যান নির্বাচিত

বখতিয়ার হোসেন বকুল: পঞ্চম দফায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি এবং দামুড়হুদা সদরসহ ৪ ইউনিয়নেই উৎসব মূখর পরিবেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতীহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো। পুলিশের পাশাপাশি সার্বক্ষণিকভাবে ছিলো র‌্যাব ও বিজিবির টহল। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শণ করেন। ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে ৪৫ এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দামুড়হুদা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭৩০। এরমধ্যে পোল হয়েছে ২৫ হাজার ৭৯ ভোট এবং বাতিল হয়েছে ৫৯৩ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে জামায়াত মনোনীত প্রার্থী প্রভাষক শরীফুল আলম মিল্টন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত শহিদুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৪৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৮৪ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রকিবুল হাসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৫২ ভোট। এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে শামিমা সুলতানা (সাহিদা) বক প্রতীক নিয়ে ৪০৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সেলিনা আকতার তালগাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৯ ভোট। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে পাপিয়া বেগম হেলিকপ্টার প্রতীকে ৪ হাজার ৯৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাহিদা খাতুন তালগাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫ ভোট। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে হামিদা খাতুন কলম প্রতীকে ২ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী তানিয়া বেগম সূর্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৪০ ভোট।

এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৫ প্রার্থীর মধ্যে মোয়াজ্জেম হোসেন ভ্যানগাড়ি প্রতীকে ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আক্তার আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৮৩৫ ভোট। ২ নং ওয়ার্ডে ৪ প্রার্থীর মধ্যে আলেফ খাঁ মোরগ প্রতীকে ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুর রশিদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। ৩ নং ওয়ার্ডে ৭ জন প্রার্থীর মধ্যে আবু সাঈদ ফুটবল প্রতীকে ১ হাজার ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল হাশেম ভ্যানগাড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৯৫ ভোট। ৪ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে মুনছুর আলী টিউবওয়েল প্রতীকে ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মঈনুদ্দীন মোরগ প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট। ৫ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে লুৎফর রহমান তালা প্রতীকে ১ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আমিনুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৮৩৭ ভোট। ৬ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আব্দুল আল মামুন (মাবুদ) ফুটবল প্রতীকে ১ হাজার ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শফিউল আলম সন্টু মেম্বার মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৫ ভোট। ৭ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে ইব্রাহিম হোসেন টিউবওয়েল প্রতীকে ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জালাল উদ্দীন মোরগ প্রতীকে পেয়েছেন ৪০১ ভোট। ৮ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আশাদুল হক তালা প্রতীকে ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী লাল মোহাম্মদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬৮১ ভোট। ৯ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে কুতুব উদ্দীন তালা প্রতীকে ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী  মোস্তাক আহম্মেদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮১০ ভোট।

জুড়ানপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৮৫৮। এরমধ্যে পোল হয়েছে ২৩ হাজার ৭২৪ ভোট এবং বাতিল হয়েছে ৫১৮ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন নৌকা প্রতীকে ৭ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭২৭ ভোট। এছাড়া আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ১৩ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী ইদ্রিস আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৮৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজিম উদ্দীন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম চশমা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

এ ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে দেলোয়ারা খাতুন মাইক প্রতীকে ২ হাজার ৮২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী  নূরজাহান বেগম বক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৪২ ভোট।। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে মধুমালা মাইক প্রতীকে ২ হাজার ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পারুলা খাতুন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৪৩ ভোট।  সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে সাহার বানু বক প্রতীকে ২ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেণ। তার নিকটতম প্রার্থী জামেনা খাতুন মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট ।

এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে হামিদুল হক টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী খলিলুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ১০৬৮ ভোট। ২ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আইন উদ্দীন ফুটবল প্রতীকে ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাইদুর রহমান লিটন মোরগ প্রতীকে পেয়েছেন ৫৪১ ভোট। ৩ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে মোজাফ্ফর হোসেন ফুটবল প্রতীকে ১ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী খোকন আলী মোরগ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৬৬ ভোট। ৪ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে তরিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৮৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শওকত আলী তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট। ৫ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে মিনারুল হক টিউবওয়েল প্রতীকে ১ হাজার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী  নজরুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৯৩৯ ভোট। ৬ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে রাহেন উদ্দীন মোরগ প্রতীকে ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৩১ ভোট। ৭ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে ছিতাব আলী মোরগ প্রতীকে ১০৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জয়নাল হক টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০২০ ভোট। ৮ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে রুহুল আমিন মোরগ প্রতীকে ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী আবুল কাশেম মল্লিক ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৬১ ভোট। ৯ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে আনারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১০১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সামসুজ্জোহা মোরগ প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট এবং ফজলুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ০ (শুন্য) ভোট।

কার্পাসডাঙ্গা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৫১ জন। এরমধ্যে পোল হয়েছে ২৮ হাজার ৫৬৯ ভোট এবং বাতিল হয়েছে ৪২০ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান ভুট্টু নৌকা প্রতীকে ৭ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত আবু সাঈদ বিশ্বাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৫ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী নায়েব আলী চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৯০ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৮০ ভোট, সহিদুল হক  মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬৭ ভোট, ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আব্দুস সামাদ হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওমেদুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট।

এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে রহিমা খাতুন সূর্যমূখী ফুল প্রতীকে ৩ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আলেয়া খাতুন মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০৪ ভোট।  সংরক্ষিত ২ নং ওয়ার্ডে  ৪ জন প্রার্থীর মধ্যে রওশন আরা বেগম তালগাছ প্রতীকে ৩ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রোকেয়া বেগম মাইক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫২ ভোট। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে গুলছোন নাহার বক প্রতীকে ৪ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফুলজান খাতুন সূর্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৪৫ ভোট।

এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৮ জন প্রার্থীর মধ্যে আব্দুল হাকিম আপেল প্রতীকে ১ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মুজতুবা আলী তালা প্রতীকে পেয়েছেন ৮২৪ ভোট। ২ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মুকুল মুল্লা মোরগ প্রতীকে ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রেজাউল করিম ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট। ৩ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে সিরাজুল ইসলাম মোরগ প্রতীকে ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মেহেদি হাসান ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৭৮ ভোট। ৪ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে মনিরুজ্জামান ভ্যানগাড়ি প্রতীকে পেয়েছেন ৮২০ ভোট এবং নোয়াজ্জেশ ফুটবল প্রতীকে পেয়েছেন ৭৮২ ভোট। ৫ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মনির উদ্দীন মোরগ প্রতীকে ১ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী অলিউজ্জামান তালা প্রতীকে পেয়েছেন ১২১৩ ভোট। ৬ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক মোরগ প্রতীকে ১ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফকির মুহাম্মদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২০৪ ভোট। ৭ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান ফুটবল প্রতীকে ১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছানোয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯৯৫ ভোট। ৮ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে নূর মোহাম্মদ টিউবওয়েল প্রতীকে ১৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাশেম বিশ্বাস তালা প্রতীকে পেয়েছেন ৯২০ ভোট। ৯ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে আসলাম উদ্দীন টিউবওয়েল প্রতীকে ১৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সবুর আলী মোরগ প্রতীকে পেয়েছেন ১০১৪ ভোট।

কুড়ুলগাছি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৪৩ জন। এরমধ্যে পোল হয়েছে ১৮ হাজার ৪৭১ ভোট। বাতিল হয়েছে ২৭৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ মোহাম্দ এনামুল করীম ইনু চশমা প্রতীকে ৮ হাজার ৩৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াত মনোনীত বর্তমান চেয়ারম্যান সরফরাজ উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২১৮ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. হবীবুল্লাহ বাহার নৌকা প্রতীক পেয়েছেন ২ হাজার ২৮৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামাল উদ্দীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৬ ভোট।

এ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে খোদেজা খাতুন সূর্যমূখী ফুল প্রতীকে ৫ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফেরদৌসী বেগম বক প্রতীকে পেয়েছেন ১৩৬৫ ভোট। ২ নং সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে মাছুরা খাতুন হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নাজমা জামান বক প্রতীকে পেয়েছেন ১৬৫১ ভোট। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে  ৩ জন প্রার্থীর মধ্যে শাবানা ইয়সমিন তালগাছ প্রতীকে ২ হাজার ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহিদা আক্তার হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৯০৮ ভোট।

এছাড়া ১ নং সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে আজহারুল ইসলাম মোরগ প্রতীকে ১ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী  হারুণ অর রশিদ ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০৫ ভোট। ২ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুল হাই টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী  আবু সিদ্দীক ফুটবল প্রতীকে পেয়েছেন ১০৩৬ ভোট। ৩ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে শরীফ উদ্দীন মোরগ প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী  আনিছুর রহমান ভ্যানগাড়ি প্রতীকে পেয়েছেন ৪০২ ভোট। ৪ নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে সিদ্দিকুর রহমান টিউবওয়েল প্রতীকে ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফরহাদ হোসেন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৮৪ ভোট। ৫ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে আলী আহাম্মদ মোরগ প্রতীকে ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী কলিম উদ্দীন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭৩৮ ভোট। ৬ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে আব্দুল হাকিম ফুটবল প্রতীকে ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাবিবুর রহমান ভ্যানগাড়ি প্রতীকে পেয়েছেন ৩৩৯ ভোট। ৭ নং ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে ছাফারদ্দীন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল আলিম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬০০ ভোট। ৮ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুল কাদির টিউবওয়েল প্রতীকে ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জিল্লুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ৫২২ ভোট। ৯ নং সাধারণ ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে আব্দুর রব মোরগ প্রতীকে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আসাদুল্লাহ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩৬ ভোট।