দামুড়হুদা ইউএনওর খাদ্যগুদাম পরিদর্শন ও নমুনা সংগ্রহ

দর্শনা খাদ্যগুদামে ব্রাজিল থেকে আমদানিকৃত ২০০ মেট্রিক টন গম নিম্নমানের বলে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা খাদ্যগুদামে বিদেশ থেকে আমদানিকৃত নিম্নমানের গম গুদামজাত করা হচ্ছে। এ খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান গতকাল সোমবার বেলা ১১টায় সরেজমিনে খাদ্যগুদাম পরিদর্শন ও নমুনা সংগ্রহ করেছেন। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়েও তিনি অবগত করিয়েছেন।

জানা গেছে, দর্শনা খাদ্যগুদামে ব্রাজিল থেকে আমদানিকৃত ২০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ৮ ট্রাক গম আনলোড করা হয়েছে। ৮টি ট্রাকে ১৩৪ মেট্রিক গম খুলনা খাদ্যগুদাম থেকে পাঠানো হয়েছে। বাকি ৪ ট্রাক গম আসার কথা রয়েছে। গমগুলো গত ৩/৪ মাস আগে খুলনার মহেশ্বরপাশা গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দর্শনা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী ১৩৪ মেট্রিক টন গম আনলোড করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান জানান, আমদানিকৃত গমগুলো অত্যন্ত নিম্নমানের। দেশি গমের চাইতে খারাপ। এ উপজেলার জন্য গমগুলো বরাদ্দ। গমগুলো ভিজিএফ ও ভিজিডির জন্য বরাদ্দ। গমগুলো চিটা, পোকা ও গুঁড়া জাতীয়। দানা পরিপুষ্ট নয়। আটা করা যাবে না। এ কারণে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।