দামুড়হুদায় ৮ম পে-স্কেল অন্তর্ভুক্তির দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময়

 

দামুড়হুদা প্রতিনিধি: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ জুলাই থেকেই ৮ম পে-স্কেলভুক্ত করার দাবিতে দামুড়হুদায় মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির (বাশিস) নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রফেসর শেখ সেলিম। তিনি প্রধামন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, কোনো শর্ত ছাড়াই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ১ জুলাই থেকে ৮ম পে-স্কেলভুক্ত করতে হবে। সে লক্ষ্যেই ব্যবস্থা নিন। না হলে শিক্ষক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাশিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, চুয়াডাঙ্গা জেলা বাশিস’র সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, সদর উপজেলা কোষাধ্যক্ষ মজিবুল হক। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উম্বাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, রামনগর কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউল হক, সহকারী শিক্ষক ইউসুফ আলী, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন, শিক্ষক আনোয়ার জাহিদ প্রমুখ।

সভায় কোনো শর্তছাড়াই জুলাই থেকে বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের দাবিতে আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী চত্বরে আলোচনা সভা শেষে শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে পেশাগত স্বার্থসহ নিজেদের মর্যাদা রক্ষার্থে সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নির্ধারিত স্থানে সকাল সাড়ে ১০টার মধ্যে হাজির হয়ে আন্দোলনকে আরো বেগবান করতে জোরালো আহ্বান জানানো হয়।