দামুড়হুদায় ৫ দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর : খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সরকারের নিরলস প্রচেষ্টারই ফসল

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ২য় শস্য বহুমুখিকরণ প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধন হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে এমপি টগরের নেতৃত্বে এক বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, উপজেলা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূরজাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, আ.লীগ নেতা শাহজাহান আলী, সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা হযরত আলী, মহসিন আলী, আব্দুস সালাম বিশ্বাস, আব্দুস সালাম ভূট্টু, ইউপি সদস্য হাশেম, রাশেদুল ইসলাম, আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ছাত্রলীগ নেতা বিপ্লব প্রমুখ।

প্রধান অতিথি কৃষিখাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূখি পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই। বরং আমরা চালসহ বিভিন্ন ফসল বিদেশে রফতানি করছি। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। দেশ আজ খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন তা বর্তমান আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টারই ফসল। যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। আলোচনা শেষে প্রধান অতিথি মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু।