দামুড়হুদায় সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে ডাকাতির চেষ্টা ॥ পুলিশের প্রতিরোধ ॥ দু রাউন্ড গুলিবর্ষণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে ডাকাতির চেষ্টা পুলিশের প্রতিরোধের মুখে ভেস্তে গেছে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা একটি মুরগির বাচ্চা বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় পুলিশ দু রাউন্ড গুলিবর্ষণ করে। পুলিশ পিছু ধাওয়া করলেও শেষমেষ পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। গত রোববার রাত পৌনে ২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের জয়রামপুর চায়ের দোকানের অদূরে সড়কে গাছ ফেলে ওই ডাকাতি চেষ্টা চালানো হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাত পৌনে ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল দামুড়হুদা-দর্শনা সড়কের জয়রামপুর চায়ের দোকানের অদূরে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা করে। এ সময় দামুড়হুদা থানার (টহল দল) এসআই শ্যামল কুমার সমার্দ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতদলের প্রতিরোধ গড়ে তোলেন এবং ২ রাউন্ড গুলিবর্ষণ করেন। পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হটে এবং বাগানের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পুছু ধাওয়া করলেও শেষমেষ ধরা সম্ভব হয়নি। তবে তাদেরকে চিহিৃতপূর্বক গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।