দামুড়হুদায় স্বামী বেঁচে থাকলেও বিধবা সেজে ভাতা গ্রহণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে স্বামী বেঁচে থাকলেও বিধবা সেজে সংশ্লিষ্ট ইউপি সদস্যের যোগসাজশে দীর্ঘ ১৫ বছর ধরে বিধবাভাতা গ্রহণের সত্যতা পাওয়া গেছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান এলাকা পরিদর্শন শেষে তার কার্ডটি বাতিল করেছেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর ঘাটপাড়ার হোসেন আলীর স্ত্রী আছিয়া খাতুন (৬০) বিধবা সেজে দীর্ঘ ১৫ বছর ধরে বিধবাভাতা উত্তোলন করে আসছেন। ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী ৩ হাজার টাকার বিনিময়ে ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজশে কার্ড করে দিয়েছিলেন বলেও এলাকাসূত্রে জানা গেছে। এ অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান ও বর্তমান ইউপি সদস্য সেলিম উদ্দিনকে সাথে নিয়ে ভাতা গ্রহণকারীর বাড়িতে যান। তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়ায় কার্ডটি জব্দ করে বাতিল করা হয়েছে। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করা হয়েছে বলেও তিনি জানান।