দামুড়হুদায় সোনা চোরাচালানের অভিযোগে ইউপি সদস্য চঞ্চল আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সোনা চোরাচালানের অভিযোগে পারকৃষ্ণপুর-মদনা ইউপি সদস্য আশিক ইকবাল চঞ্চলকে (৪১) আটক করেছে। তিনি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের গোলাম রহমানের ছেলে এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুলতানপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ জানান, আশিক ইকবাল চঞ্চল দীর্ঘদিন ধরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে সোনা চোরাচালান করে আসছিলো। চঞ্চল গতকাল বৃহস্পতিবার সকালে দর্শনা থেকে ৪ কেজি সোনা নিয়ে ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সুলতানপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সড়কে ওৎপেতে থাকেন। এ সময় মোটরসাইকেলযোগে চঞ্চলকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে সে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তার পিছু ধাওয়া করে এবং সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মাঠের পাকারাস্তার ওপর থেকে একটি মোটরসাইকেলসহ চঞ্চলকে আটক করে। তবে ওই সময় তার কাছ থেকে কোনো সোনা উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবি’র সুলতানপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে চঞ্চলকে ফোজদারী কার্যবিধির ৫৪ ধারায় চোরাচালানী হিসেবে সন্দেহমূলক আসামি হিসেবে মামলা দায়ের পূর্বক বিকেলে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।