দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মহিলা গাঁজা বিক্রেতার ৬ মাসের জেল

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে পুরাতন হাউলীরখাদিজা (৪৬) নামের এক মহিলা গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল রোববার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা মহিলা ওই গ্রামের আপেল মণ্ডলের স্ত্রী।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের আপেল মণ্ডলের স্ত্রী খাদিজা খাতুন গতকাল রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছেন। এমন গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দেন ওই গাঁজা বিক্রেতার বাড়িতে। এসময় তার বসতঘরের মধ্য থেকে এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন।খবর দেয়া হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে। তিনি তাৎক্ষণিক ওই মহিলা গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে নিজ কার্যালয়ে নেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।