দামুড়হুদায় ভোটের মাধ্যমে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে ভোটের মাধ্যমে ইউনিয়নের সদস্যদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। গত রোববার দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই সংক্রান্ত বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী হিসেবে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আ.লীগ নেতা সৈয়দ আফজালুর রহমান বুলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, বড় হযরত, মহাসিন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ইউপি সদস্য জাহিদুল ইসলামসহ ৯ প্রার্থী আবেদন করেন। ৯ জনের মধ্যে সমন্বয়পূর্বক দলীয় প্রার্থী নির্ধারণ করতে না পারায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম এ দুজন তাদের আবেদন প্রত্যাহার করে নেন। অবশিষ্ট ৭ জনের মধ্যে আরও ৩ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে শেষমেষ দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা সৈয়দ আফজালুর রহমান বুলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ ও যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা এই ৪ প্রার্থীকে ঘিরে দলীয় ভোটারদের মধ্যে ভোটগ্রহণের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়। মোট ৫৮ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়। বাকি ৫১ ভোটের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ সর্বোচ্চ ২৪ ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এছাড়া যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা ১৮ ভোট, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ৮ ভোট এবং আ.লীগ নেতা সৈয়দ আফজালুর রহমান বুলু পেয়েছেন ১ ভোট। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল কুদ্দুস, শিক্ষক আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, সদর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন ও আ.লীগ নেতা আমজাদ হোসেন। এদিকে দলীয় একক প্রার্থী নির্বাচিত করায় দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ।