দামুড়হুদায় বিজিবির অভিযান : ভারতে পাচারকালে ১২টি দুষ্প্রাপ্য ম্যাকাও পাখি উদ্ধার

 

0

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১২টি দুষ্প্রাপ্য ম্যাকাও পাখি উদ্ধার করেছে। সেই সাথে জব্দ করা হয়েছে পাখি বহনকারী একটি মাইক্রোবাস। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১২টি বিদেশি দুষ্প্রাপ্য ম্যাকাও পাখি উদ্ধার করেন। পাখিগুলোর আনুমানিক মূল্য প্রায় বিশ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত পাখিগুলো প্রাণিসম্পদ অধিদপ্তর ও বনবিভাগের সাথে যোগাযোগ সাপেক্ষে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পাখিবহনকারী মাইক্রোবাসটি দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান গতকাল সোমবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।