দামুড়হুদায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দু চোরাকারবারি আটক

দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আটক করা হয়েছে আনিছ (৩২) ও হাশেম (২৩) নামের দু চোরাকারবারিকে। এছাড়া চোরাচালানি কাজে জড়িত থাকার অভিযোগে মাহাবুব (২৫) নামের অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে মোট ৩ জনের নামে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামের পাকারাস্তার উপর থেকে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটক আনিছুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের আনছার আলীর এবং হাশেম আলী একই গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে। এছাড়া পলাতক আসামি মাহাবুব দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে বিএসবি এবং সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পাখিভ্যানসহ চোরাকারবারি আনিছ ও হাশেমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের মাহাবুব ইয়াবা চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করা হয়। এ ঘটনায় ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক আনিছ ও হাশেমসহ মাহাবুবকে পলাতক আসামি করে মোট ৩ জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করা মামলা দায়ের করেছেন।