দামুড়হুদায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলের পুরস্কার বিতরণ

খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি মেধা বিকাশে সহায়তা করে
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নতিপোতা ইউনিয়ন ও জুড়ানপুর ইউনিয়নের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে গোলশূন্য অবস্থাায় প্রথমার্ধের খেলা শেষ হয়। নির্ধারিত সময়ের ঠিক ১ মিনিট বাকি থাকতে জুড়ানপুর ইউনিয়নের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় অধিনায়ক মিঠুর দেয়া একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয় জুড়ানপুর ইউনিয়ন পরিষদ একাদশ। খেলায় রেফারি ছিলেন শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, সুভাষ চন্দ্র বিশ্বাস, একরামুল হাসান নিপুন, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। ধারাভাষ্যে ছিলেন শামিম খান, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও জিয়াউদ্দীন আহম্মেদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসামজকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে মাঠমুখি করতে হবে। এজন্য তাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টির পাশাপাশি সার্বিক সুযোগ-সুবিধার ব্যবস্থাা করতে হবে। খেলাধুলা এমন একটি মাধ্যম যার সাহায্যে দেশকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়া যায়। তাছাড়া খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি মেধা বিকাশেও সহায়তা করে।
সমবায় পরিদর্শক হারুন অর রশিদের উপস্থাাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা. এনামুল করীম ইনু, উপজেলা ক্রীড়া সংস্থাার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, যুগ্মসম্পাদক বখতিয়ার হোসেন বকুল, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মাস্টার, হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন নাজির ওমর ফারুক ও আইসিটি টেকনিসিয়ান খাইরুল কবির দীনার।