দামুড়হুদায় পুলিশের খুলনা রেঞ্জ কনফারেন্সে ডিআইজি মনির উজ-জামান বিপিএম: সকলকে আরো বেশি আন্তরিক হয়ে কাজ করতে হবে

বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের খুলনা রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদার নাটুদাহ আটকবর আট শহীদ স্মৃতি কমপ্লেক্স সম্মেলন কক্ষে পুলিশের খুলনা রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পুলিশ প্রধান (ডিআইজি) এসএম মনির উজ-জামান (বিপিএম)। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে দেশ, সমাজ, জাতি সর্বোপরি আপনিও ভালো থাকবেন। তাই আইনশৃঙ্খলার উন্নতিতে সকলকে আরো এগিয়ে আসতে হবে। সিনিয়র-জুনিয়র সকলকে আরো বেশি আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানান।

খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. দিদার আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অপ:) খোন্দকার রফিকুল ইসলাম, কমান্ডার (আরআরএফ) ড. মো. নাজমুল করিম খাঁন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান, সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার মো. মনির হোসেন, মাগুরা পুলিশ সুপার মো. জাহিদুল কবির, বাগেরহাট পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, ঝিনাইদহ পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দিক, যশোর অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোসফেকুর রহমান, বিভাগীয় সিআইডি শাখার সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম ও ডিআইজির ব্যক্তিগত সহকারী-২ মো. আব্দুর রউফ অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন। কনফারেন্সে সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান, ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান, এসআই আবু জাহের ভূইয়া, জিএম এমদাদ হোসেন, এসআই মো. বাবলুর রহমান খাঁন প্রমুখ।