দামুড়হুদায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. ডা. প্রফুল্ল কুমার মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সচিব শাহবুবুর রহমান, ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় সর্ম্পকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন উপসহকারী প্রকৌশলী নূরুজ্জামান।ৱ