দামুড়হুদায় দুই বাড়িতে ডাকাতি : নগদ টাকা গয়নাগাটি লুট

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, সোনার গয়না ও মোবাইলফোন লুট করে নিয়ে গেছে। ডাকাতি কাজে বাধা দেয়ায় বাড়ির মারিক আমির হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার হাতিভাঙ্গা গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে।

এলাকাসূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল  দামুড়হুদা সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের বাংলালিংক টাউয়ার পাড়ার মৃত আলী বক্সের ছেলে গরুব্যবসায়ী গোলাম হোসেনের বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মিকরে ৭৫ হাজার টাকা, ৩টি মোবাইলফোন এবং এক জোড়া সোনার তৈরি কানের দুল লুট করে। ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করলে ডাকাতদল হোগলডাঙ্গা মাঠের দিকে পালিয়ে যায়। এরপর গ্রামবাসী যে যার বাড়িতে ফিরে গেলে রাত ২টার দিকে ডাকাতদল পুনরায় ওই গ্রামের ঘরজামাই আমির হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় আমির হোসেন এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার করলে ডাকাতদলের একজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একটি খেলনা পিস্তল ও একটি বিদেশী টর্চলাইট ফেলে রেখে যায়। আহত আমিরকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান, ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি খতিয়ে দেখা