দামুড়হুদায় জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণকালে এমপি আলী আজগার টগর

 

এখন থেকে শুধু প্রকৃত জেলেরাই সুবিধা পাবে

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড (পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন। তিনি বলেন, প্রকৃত মৎস্যজীবীদের উন্নয়নের পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। মৎস্যজীবীদের মাঝে যে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে এটা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার ফসল। তিনি আরও বলেন, উপজেলায় মোট ১ হাজার ৩১০ জন প্রকৃত জেলের নিবন্ধন করা হয়েছে এবং কেবল নিবন্ধিত জেলেদেরই পরিচয়পত্র দেয়া হচ্ছে। ফলে আর কোনো কোট-টাই পরা সাহেবরা ভুয়া জেলে সেজে সুবিধা নিতে পারবে না। এখন থেকে প্রকৃত জেলেরাই সরকারি সকল প্রকারের সুযোগ সুবিধা ভোগ করবে।

উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আইয়ূব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, মৎস্যচাষি শহিদ লতিফ মিল্টন, ইফার মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান, রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার মোট ১ হাজার ১২২ জন নিবন্ধিত জেলেদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক ও অফিস সহকারী আব্দুর রশিদ।