দামুড়হুদায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান : ১০ কেজি রূপাসহ দু চোরাচালানি আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা শহরের কোষাঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি রূপার বারসহ দু চোরাচালানিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা-সড়কের কোষাঘাটা বাসস্ট্যান্ড এলাকায় চুয়াডাঙ্গা অভিমুখের কয়েকটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে দু আরোহী দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করার চেষ্টা করলে তাদের আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে অভিনব কায়দায় রাখা ১০ কেজি রূপার বার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- জীবননগর উপজেলার কাশীপুর গ্রামের আব্দুল গণির ছেলে শাহীন (২৬) এবং একই গ্রামের হান্নানের ছেলে উজ্জ্বল (২৫)। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত থেকে এ রূপার চালান এনে কুষ্টিয়ার জনৈক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার জন্য রওনা হয়েছিলো বলে তারা স্বীকার করে। উদ্ধারকৃত রূপার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।