দামুড়হুদায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ : শিশুসহ আহত ৪

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বসতবাড়ির রাস্তা বেড়া দিয়ে ঘিরে নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাইনিজ কুড়ুলের কোপে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গৃহবধূ হাসিনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার চণ্ডিপুর খামারীপাড়ায় ওই ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর খামারীপাড়ার আব্দুল মজিদের ছেলে বকুলের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার জমি গতকাল বুধবার দুপুরে বেড়া দিয়ে ঘিরে নেয় তারই আপন ভাই মুকুল। বিকেলে বকুলের ছেলে তোতা ও তার পরিবারের লোকজন ওই বেড়া তুলে দেয়। বেড়া তুলে দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মুকুল ১০/১৫ জন ভাড়াটিয়া লোকজনকে সাথে নিয়ে বকুলের বাড়িতে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। এ সময় বকুলের স্ত্রী হাসিনা খাতুন (৪০), বাধা দিতে গেলে তাকে চাইনিজ কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহত মাকে বাঁচাতে ছেলে তোতা (৩০), তোতার স্ত্রী নূরজাহান (২৫) এবং তোতার ৯ বছর বয়সী শিশুকন্যা কেয়া ঘর থেকে নেমে এলে তাদেরকেও মেরে আহত করা হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।