দামুড়হুদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার রশীদুল হাসান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশের সেবা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে পুলিশ ও জনগণের মধ্যে মতবিনিময়সভা (ওপেন হউজ ডে) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল থানা চত্বরে ওসি সিকদার মশিউর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান।বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, দামুড়হুদা বাজার বণিক সমিতির সেক্রেটারি শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, আ.লীগ নেতা আব্দুল করিম, যুবলীগ নেতা এসএম মহসিন, শামসুল ইসলাম, ইউপি সদস্য খোকন প্রমুখ।

বক্তারা এলাকার মাদকের ভয়াবহতার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে বলেন, পুলিশের সোর্স পরিচয়ে এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। নীরব চাঁদাবাজিসহ রাতে শাদা পোশাকে প্রতিদিন অস্ত্রের মহড়া চলছে। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ছুঁতেও পারছেনা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এলাকার অনেক তথ্যই আমার অজানা থেকে যায়। এ মতবিনিময় সভার মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম। পুলিশের মধ্যেও ভালোমন্দ আছে। কোথায় কারা মাদক বেচাকেনা করছে প্রয়োজনে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো। আর চাঁদা চাইলেই আপনারা চাঁদা দিয়েন না। আমাদেরকে জানান। সন্ত্রাস নির্মূল করতে আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে আমরা অবশ্যই সক্ষম হবো।