দামুড়হুদায় আদম ব্যাপারীকে সুকৌশলে অপহরণ : অতপর…

স্টাফ রিপোর্টার: কুদ্দুস শেখ নামের এক আদম ব্যাপারীকে ঢাকা থেকে সুকৌশলে অপহরণ করে দামুড়হুদায় এনে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দামুড়হুদার লোকনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও সিরাজগঞ্জের ফজলুল হকের ছেলেদের যোগসাজশে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে অপহরণ করে মাইক্রোযোগে আনা হয় লোকনাথপুর গ্রামে। কুদ্দুস শেখের ছেলের অপহরণ মামলার সূত্র ধরে দামুড়হুদা থানা পুলিশ লোকনাথপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে থানায় আটকে পাওনাদারদের ১৪ লাখ টাকা আদায় করে দিয়েছে। সিরাজগঞ্জের শাহাজাদপুর গ্রামের এই কুদ্দুস শেখ নগদ ২ লাখ টাকা এবং বাকি ১২ লাখ টাকা দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমানের কাছে ৩ কিস্তিতে দিবেন অঙ্গীকারের মুচলেকা দিয়ে গতকাল রাত ১২টার দিকে দামুড়হুদা থানা থেকে নিজ বাড়ির পথে রওনা দেন।

সংশ্লিষ্টসূত্রে আরো জানা যায়, দামুড়হুদার লোকনাথপুরের মহাম্মদ আলীর দু ছেলে হাফিজুর ও ওমিদুল এবং এদের চাচাতো ভাই মিজানুর ও রাশেদ সেইসাথে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর গ্রামের ফজলুল হকের দু ছেলে আক্তার হোসেন ও মোক্তার হোসেন বিদেশে যাওয়ার জন্য কুদ্দুস শেখের কাছে ১৬ লাখ টাকা দেন। কুদ্দুস শেখ এদেরকে লিবিয়ায় পাঠানোর নামে টাকা নিয়ে পাঠিয়ে দেন মালয়েশিয়ায়। সেখানে এরা ১১ দিন বুভুক্ষ থেকে দেশে ফিরে আসেন। এরা দেশে এসে কুদ্দুস শেখের সাথে এ বিষয়ে আলোচনা করলে কুদ্দুস শেখ আবার ২ লাখ টাকার বিনিময়ে এদেরকে আবার বিদেশে পাঠানোর আশ্বাস দেন। সেমতে ১৪ এপ্রিল ২ লাখ টাকা নিয়ে এদেরকে এয়ারপোর্টে দেখা করতে বললে এরা সুকৌশলে কুদুস শেখকে ওখান থেকে অপহরণ করে দামুড়হুদার লোকনাথপুরে নিয়ে আসে। কুদ্দুস শেখের ছেলে রাসেল পিতাকে অপহরণ করা হয়েছে এমর্মে থানায় অভিযোগ করলে দামুড়হুদা থানা পুলিশ ১৮ এপ্রিল বিকেল ৪টার দিকে কুদ্দুস শেখকে লোকনাথপুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অতপর থানায় বসে অনেক দেনদরবারে সিরাজগঞ্জ থেকে কুদ্দুস শেখের ভাইয়েরা এসে নগদ ২ লাখ আর ১২ লাখ টাকা ৩ কিস্তিতে দিবেন বলে অঙ্গীকার করে গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পথে রওনা দিয়েছেন।