দামুড়হুদার হোগলডাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার হোগলডাঙ্গায় সাপের কামড়ে মৃত্যু হলো কৃষক আবু বক্করের। গতকাল শনিবার দুপুরে গ্রামের একটি মাঠের ধানক্ষেতে পানি দেয়ার সময় তার পায়ে সাপ কামড় দিলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা নতুনপাড়ার মৃত আলাউদ্দীনের ছেলে।
জানা গেছে, গতকাল শনিবার আবু বক্কর (৪৫) বাড়ির অদুরবর্তী শোলমারি মাঠে তার ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। বেলা ১টার দিকে ধান ক্ষেতের ধারের ঝোপ পরিস্কার করার সময় তার বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। আবুবক্কর প্রথমে বুঝতে না পারলেও পরে ধীরে ধীরে তার শরীর অবশ হতে থাকলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ২টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়ে আবু বক্কার। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসক বলেছেন, সাপে কাটা রোগী আবু বক্করকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিতে একটু দেরি হয়ে গেছে।