দামুড়হুদার লক্ষ্মীপুরে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে ২য় দিনেও ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লক্ষীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা গতকাল বৃহস্পতিবারও ক্লাস বর্জন করেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার সচেতন অভিভাবক মহলসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জনের বিষয়টি চিন্তিত করে তুলেছে সচেতন অভিভাবকদের। এভাবে চলতে থাকলে ছেলে মেয়েদের লেখাপড়ায় বড় ধরনের ক্ষতির সম্ভবনার কথাও বলেছেন তারা। বিষয়টি দ্রুত সমাধানের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন অভিভাবকমহল।

উল্লেখ্য, গত ৩১ মে মঙ্গলবার দামুড়হুদার লক্ষ্মীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মিজানুর রহমান লিটন নির্বাচিত হন এবং গত বুধবার সকালে সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জনসহ মানববন্ধন করে। অবৈধ কমিটি মানিনা মানবো না বলে ম্লোগান দিতে থাকে তারা। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ক্লাসবর্জনের ঘোষণা দেয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ। ঘোষণা করে ৭ দিনের আল্টিমেটাম। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও ক্লাস বর্জন করে তারা। এ বিষয়ে প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন বলেন, ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জনের বিষয়টি আমাদেরকেও ভাবিয়ে তুলেছে। বিশেষ কাজ থাকায় গতকাল আমি স্কুলে যেতে পারিনি। তবে শিক্ষকদের কাছে ফোন করে শুনেছি ৮ম শ্রেণির দুজন এবং ৯ম শ্রেণির ৩/৪ জন ছাত্রী এসেছিলো।