দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত বিজিবির অভিযানে ৩ রাউন্ড গুলি ও ভারতীয় ইনজেকশনসহ একজন আটক

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি, ভারতীয় ৩২০ পিস ডাইক্লোফেন ইনজেকশনসহ চোরাকারবারী মুন্সিপুর গ্রামের মৃত গনি কামারের ছেলে শফিকুল কামারকে আটক করেছে। গতকাল সোমবার বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

মুন্সিপুর সীমান্ত বিজিবির হাবিলদার খরশেদ আলম জানান, গতকাল সোমবার ভোর ৪টার দিকে আমরা টহলে ছিলাম এমন সময় আমাদের কাছে সংবাদ আসে যে মুন্সিপুর খোকা ধামার ছেলে ফারুকের বাড়িতে বাড়ির লোকজন একই গ্রামের মৃত গনি কামারের ছেলে শফিকুল কামারকে আটকে রেখেছে অবৈধ মালামালসহ। আমরা গিয়ে ফারুকের কাছে শুনতে পায় যে তাকে ফাঁসানোর জন্য তার গোলাঘরের ভেতর এসব অবৈধ মালামাল রেখেছে আমার বড় ভাই ভোরের দিকে বাইরে উঠলে তাকে ধরে ফেলে। আমরা শফিকুলকে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে নিজেই চোরাকারবারীর সাথে জড়িত আছে। আমরা অবৈধ মালামালসহ শফিকুলকে আটক করে ক্যাম্পে নিয়ে নেয়া হয়। গতকাল সকাল ১০টার দিকে মুন্সিপুর বিজিবি শফিকুলকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এ ব্যাপারে গতকাল দুপুরে হাবিলদার মোরশেদ বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন।