দামুড়হুদার বিল্ড ইটভাটায় চাঁদার দাবিতে মিস্ত্রিকে মারপিট

 

দৃশ্য দেখেও নীরবতা পালনের অভিযোগে পুলিশের দু সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কোষাঘাটার বিল্ড ইটভাটায় হানা দিয়ে কর্মচারীদের মাধর করেছে একদল চাঁদাবাজ। গতপরশু শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কতর্ব্যে অবহেলার অভিযোগে পুলিশের দু সদস্য মামুন ও শাকিলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের বাসিন্দা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লাভলু বিল্ড ইটভাটার মালিক। সূত্র বলেছে, গত শুক্রবার রাত ২টার দিকে ১০-১২ জন সশস্ত্র চাঁদাবাজ চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক সংলগ্ন কোষাঘাটাস্থ তার ইটভাটায় জোরপূর্বক প্রবেশ করে। মোটা অঙ্কের চাঁদার দাবিতে মিস্ত্রিদের মারধর করে। দাবিকৃত চাঁদা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের জন্য চাট দিয়ে বলে, চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। ওই সময় ঘটনাস্থলে কর্তব্যরত দুইজন পুলিশ কনস্টেবল ঘটনা দেখেও অজ্ঞাত কারণে নীরবতা পালন করেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। ঘটনাটি জানার পর খোঁজ-খবর নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন ওই ইটভাটায় ওই সময় কর্তব্যরত দুই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ প্রদান করেন। চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড হওয়া দামুড়হুদা থানার অভিযুক্ত দুইজন কনস্টেবল মামুন ও শাকিল।