দামুড়হুদার নতিপোতা গ্রামের রাস্তাটি সংস্কারের দাবি

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির পানি রাস্তার ওপর দিয়ে ভৈরব নদীতে যাওয়ায় ভাঙন সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

জানা গেছে, নতিপোতা গ্রামের দক্ষিণপাড়ার বাবর আলীর বাড়ি সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে বড় গর্তে পরিণত হয়েছে। বড় গর্তের ওপর লাল ফ্লাগ দেয়া সত্ত্বেও বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। যানবাহনসমূহ খুব শঙ্কার মধ্যদিয়ে রাস্তাটি অতিক্রম করছে।

এলাকাবাসী জানায়, নতিপোতা গ্রামের রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। বর্ষা মরসুমের পানি ওই রাস্তাটির ওপর দিয়ে নদীতে যাওয়ার করণে পথটির ভাঙন সৃষ্টি হয়েছে। একমাত্র যোগাযোগের মাধ্যম ওই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।