দামুড়হুদার ধান্যঘরা-সদাবরী সড়কে সন্ধ্যারাতে সশস্ত্র ছিনতাকারীদের তাণ্ডব

মাছের তিন আড়দারের কাছ থেকে অস্ত্রের মুখে ছিনতাই

দর্শনা অফিস/কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার ধান্যঘরা-সদাবরী সড়কে সন্ধ্যারাতে সশস্ত্র ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মাছের তিন আড়তদারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা, মোটরসাইকেলসহ মালামাল। তিনজনকেই গাছের সাথে বেঁধে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের মাছের আড়তদার ইয়াকুব আলী, আব্দুল আজিজ ও মাসুদ প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলে খুচরা মাছ বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায় করতে যান কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। টাকা আদায় শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে ধান্যঘরা-সদাবরী সড়কের মাঝেরমাঠ কালভাট নামকস্থানে পৌঁছুলে ৭/৮ জনের সশস্ত্র ছিনতাইকারীরা অস্ত্রের মুখে গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে মাসুদ, আজিজ ও ইয়াকুবের কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ৮ হাজার ৭শ টাকা, ৩টি মোবাইলফোন, লাল রঙের ১শ সিসি একটি ফ্রিডোম মোটরসাইকেলসহ মালামাল। ছিনতাইকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তিনজনকেই মারধর করে সড়কের ধারের বাবলা গাছের সাথে বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা উদ্ধার করে ৩ মাছের আড়তদারকে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সন্ধ্যারাতে সশস্ত্র ছিনতাইকারীদের তাণ্ডবে গোটা এলাকায় ছিনতাইকারীচক্রের আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ছিনতাইকারীচক্রের কোনো সদস্যকে গ্রেফতার করতে পারেনি।