দামুড়হুদার তালসারি একদিল পীরের জমি নিয়ে উত্তেজনা :থানায় জিডি

 

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার তালসারি একদিল পীরের আঠারো বিঘা আমবাগান নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আদালতের আদেশ অমান্য করে এক পক্ষ বাগান দখলে নেয়ার চেষ্টা করছিলো।

জানা গেছে, একদিল পীরের প্রায় আঠারো বিঘা জমি নিয়ে আব্দুল জলিল, খলিল, মাওলাবক্সের সাথে একদিল পীরের দরগা পরিচালনা কমিটির বিরোধ চলে আসছে।এ নিয়ে দু পক্ষের মধ্যে একাধিক মামলা মকদ্দমা চলে আসছে। ২০১৩’র ১৯ নভেম্বর বিজ্ঞ আদালতে দরগা পরিচালনা কমিটির সভাপতি মজনু শাহ সাধু স্থিতিবস্থা বজায় রাখার জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত জমিতে না যাওয়ার জন্য আদেশ দেন। আসামিরা আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করে বাগান দখলে নেয়ার পাঁয়তারা করছে। দরগা পরিচালনা কমিটির লোকজন নিষেধ করলে জমি দখলকারীরা বিভিন্ন ধরনের হুমকিধামকি দেয়া অব্যাহত রেখেছে। দরগা পরিচালনা কমিটির সভাপতি মজনু শাহ, সাধু আব্দুল জলিল, খলিল, মাওলাবক্সসহ মোট ৬ জনের নামে দামুড়হুদা থানায় একটি জিডি করেছেন। বিষয়টির ওপর প্রশাসন দৃষ্টি না দিলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।