দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে পতাকা বৈঠক : কৃষক বক্করকে ফেরত দেয়নি বিএসএফ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়া বিষয়ে  বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠকে বিজিবিকে জানানো হয়েছে যে বাংলাদেশি  আবু বক্করকে ভারতের ২০ গজ ভেতর থেকে মালুয়াপাড়া বিএসএফ’র টহলদল আটক করেছে  এবং পরদিন নদীয়া জেলার ভিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। বৈঠকে বিজিবির-৬ ব্যাটালিয়নের মুন্সিপুর কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন এবং বিএসএফ’র ১১৩ ব্যাটালিয়নের মালুয়াপাড়া কোম্পানি কমান্ডার ইন্সপেকটর কিশোর কুমার রাজপুত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৮৯ পিলারের কাছে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর দক্ষিণপাড়ার গোপাল মণ্ডলের ছেলে তিন সন্তানের জনক আবুবক্কর (৪৩) নিজ পালিত মোষের ঘাস খাওয়ানোর সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. রাশিদুল আলম সাংবাদিকদের জানান, তাকে নদীয়া জেলার ভিমপুর থানায় সোর্পদ করেছে বিএসএফ।