দামুড়হুদার জয়রামপুরে ডাকাতি চেষ্টার ঘটনায় গ্রেফতার ৪

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে ডাকাতির চেষ্টার ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক, এসআই শ্যামল কুমার সমার্দ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো-দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত গফুর ম-লের ছেলে আবু সিদ্দিক টিপু (৪৫), দর্শনা হঠাৎপাড়ার আব্দুল জব্বারের ছেলে সুলতান (২৫), ছয়ঘরিয়া গ্রামের জহির উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (২৬) এবং চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল জব্বার (৩০)।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ তেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। ওই ঘটনার সাথে জড়িত পলাতকদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রাখা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত রোববার দিনগত রাত পৌনে ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল দামুড়হুদা-দর্শনা সড়কের জয়রামপুর চায়ের দোকানের অদূরে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা করে। এ সময় দামুড়হুদা থানার টহল দল ডাকাতদলের প্রতিরোধ গড়ে তোলে এবং ২ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হটে। মুখে ভেস্তে যায় ডাকাতদলের সকল পরিকল্পনা। ডাকাতদল অবস্থা বেগতিক দেখে বাগানের মধ্যেদিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু ধাওয়া করে।