দামুড়হুদার জগন্নাথপুর বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার আসর : বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড

কুড়ুলগাছি প্রতিনিধি: জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সময় ছোট খাটো গ-গোল সব সময় লেগেই আছে প্রতিনিয়ত জুয়ার ঘটনা এ এলাকায় বেশ আলোচিত। জুয়াড়িরা দীর্ঘদিন ধরে চলছে এলাকায় বন্ধ হয়নি জুয়ার আসর। দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ভৈরবের গালার ধারা কথনো নির্জন বিভিন্ন আম বাগানে বসানো হচ্ছে জমজমাট জুয়ার আসর। এ আসরে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে অনেকেই। যে কারণে দিনদিন অপরাধমূলক কার্মকা- বাড়ছে ব্যাপকভাবে। ভৈরবের গালার ধারে বোয়ালমারীর আমবাগান মাঠ। নির্জন এ মাঠের বেশ কয়েকটি আম ও কাঁঠাল বাগানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুয়ার আসর বসে এলাকার চিহ্নিত কয়েকজন জুয়াড়ির নেতৃত্বে। বেশ দাপটের সাথেই দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে পকেট ভরছে অভিযুক্ত জুয়ারিচক্রের হোতা জগন্নাথপুর গ্রামের ইননালের ছেলে ইউসুপ আলী, মোল্লা কাহারের ছেলে ছানোয়ার, এবং মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ভজার ছেলে কামালসহ আরও অনেকে। এ আসরে নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন জুয়াড়ি ছাড়াও মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার জুয়াড়িরা অংশ নিচ্ছে। প্রচুর টাকা হার-জিতের এ জুয়ার আসরে অংশ নিয়ে সর্বস্বান্ত হচ্ছে অনেকেই। বাড়ছে পারিবারিক অশান্তি। জুয়ার টাকা জোগাতে জুয়াড়ি জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকা-ে। আসরে অংশ নেয়া জুয়ারিদের কাছ থেকে হাজারে দেড়শ টাকা কমিশন হাতিয়ে নিচ্ছে ইউসুপ আলী ও তার সাঙ্গপাঙ্গরা। অভিযোগে উঠেছে, এ চক্রের সদস্যরা দাপটের সাথেই বলে থাকে প্রশাসনের সকল বিভাগে নিয়মিত বখরা দিয়েই নাকি তারা নির্ভয়ে এ আসর বসায়। তবে নামধারী কথিত ”সা” “নে” এ জুয়ার আসরের দেখভাল করে থাকেন বলেও রয়েছে অভিযোগ। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নেতৃত্বে এ জেলায় মাদক থেকে শুরু করে সব ধরনের অপরাধমূলক কর্মকা- যখন নির্মুলের পথে তখন কার ইশারায় জুয়াড়িরা এ ধরনের কথা বলার সাহস পাচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত জুয়াড়ি ও জুয়ার আসর বসাতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।