দামুড়হুদার জগন্নাথপুরে সাধনের বাড়িতে চাঁদাবাজচক্রের হানা জালানায় দুটি ককটেল নিক্ষেপ : বিকট শব্দে গ্রামজুড়ে আতঙ্ক

আটকবর প্রতিনিধি: চাঁদার দাবিতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে গতরাতে সাধনের বাড়িতে অজ্ঞাত সন্ত্রাসীরা পরপর তিনটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বোমার শব্দে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলাধীন জগন্নাথপুর গ্রামের সুফল প্রামানিকের ছেলে সাধন প্রামানিকের বাড়িতে গতকাল রাত ৯.২০ মিনিটের দিকে জালানায় দুটি ও বাড়ির ভেতর একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বোমা তিনটির মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। ঘটনার পরপরই নাটুদাহ ক্যাম্প ইনচার্জ আজিমুল করিম ও হাবিলদার আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ততোক্ষণে বোমাবাজরা পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের পূর্বে সাধনকে ডাকতে থাকে। ডাকে সাড়া না পেয়ে বোমাবাজরা বোমা দুটি পরপর তার বাড়ির জালানায় বিস্ফোরণ ঘটায় এবং একটি বোমা বাড়ির ভেতর ফেললে সেটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। নাটুদাহ ক্যাম্প ইনচার্জ আজিমুল করিম অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করেন। কিছুক্ষণের মধ্যেই দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বোমায় কেউ হতহত হয়নি।