দামুড়হুদার ছোটবলদিয়া মসজিদের ভেতরে একজনকে কুপিয়ে জখম

 

অবস্থা আশঙ্কাজনক : চলছে মামলার প্রস্তুতি

দর্শনা অফিস: দামুড়হুদার ছোটবলদিয়া গ্রামের জামে মসজিদে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় সৃস্টি হয় বিরোধ। মসজিদের ভেতরেই মুসল্লি আ. রশিদকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রশিদকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

গতকাল শনিবার মাগরিবের নামাজের পর দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া জামে মসজিদে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলো। এসময় ছোটবলদিয়া গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে আ. রশিদসহ বেশ কয়েকজন মুসল্লি মসজিদে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের জামায়াত-শিবির নেতা মাসুদ, তরিকুল, মোয়াজ্জেম, হেলাল, জাহাঙ্গীর, জালাল, কায়দার, সালাম, মজিবরসহ ১৮/২০ মুসল্লিদের ওপর হামলা চালায়। এ হামলায় রক্তাক্ত জখম হন রশিদ। রশিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে দামুড়হুদার চিৎলা হাসপাতালে। এ ঘটনায় হামলাকারীদর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে রশিদের পরিবারের পক্ষ থেকে। এদিকে মসজিদে মুসল্লিদের ওপর হামলা ঘটনায় হামলাকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবি তুলেছে গ্রামবাসী।