দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ডিজেলের সঙ্কট খোলা বাজারে বেশি দামে ডিজেল বিক্রি

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: জ্বালানি তেলের মূল্যহ্রাসের আগাম ঘোষণায় চুয়াডাঙ্গা দামুড়হুদার প্রত্যন্ত অঞ্চলে ডিজেল তেলের সঙ্কট দেখা দিয়েছে। ফলে চৈত্রের দাবদাহে সেচকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনই ডিজেলচালিত ছোট বড় বাহনের খরচ বেড়েছে। সঙ্কট শুধু কার্পাসডাঙ্গা এলাকায় নয়, অন্য অঞ্চলেও দেখা দিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলে কার্পাসডাঙ্গা ফিলিং স্টেশন তেল বিক্রি বন্ধ করে দিলে তেলের সঙ্কট দেখা দিয়েছে। তবে খোলা বাজারে বেশি দামে ডিজেল বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কুড়ুলগাছি ইউনিয়ন এলাকায় ব্যাপক ধান আবাদ হয়ে থাকে। এখন মাঠে ধান থোড়মুখো, এ সময় ধানে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হয়। তেল না পেয়ে কৃষকরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। বাজারের বিভিন্ন দোকানে বেশি টাকা দরে ডিজেল কিনে বাড়ি ফিরছেন। তেলপাম্পের মূল্য অনুযায়ী ১ লিটার ডিজেল ৬৮ টাকা ৫৬ পয়সা। কিন্তু খোলা বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। চাষিরা ধানক্ষেত বাঁচাতে বাধ্য হয়ে বেশি দামে ডিজেল কিনছেন। ২-৩ দিন ধরে তেলপাম্পে ডিজেল বিক্রি বন্ধ থাকায় চাষিরা পাম্পে তেল নিতে এসে ফিরে যাচ্ছেন। ভরা মরসুমে ডিজেলের ব্যাপক চাহিদা থাকলেও তেলপাম্প মালিকরা ডিজেল বিক্রি না করায় চাষিরা পড়েছেন চরম বিপাকে। এ ব্যাপারে কার্পাসডাঙ্গা এমএম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল মালেকের সাথে কথা বললে তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে আমরা শুনেছি ডিজেলের মূল্য কমবে। কিন্তু ডিপো থেকে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত দেয়নি। তেলের যে সমস্যা হয়েছে আজ (রোববার) থেকে সমাধান হবে। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রতিবেদককে জানান, যারা বেশি দামে ডিজেল তেল বিক্রি করছে তা খতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।