দামাল ছেলেরা মৌচাকে মেরেছে ঢিল : খেসারত দিলেন মোটরসাইকেল চালক

স্টাফ রিপোর্টার: দামাল ছেলেরা মৌচাকে মেরেছে ঢিল, আর তার খেসারত দিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। মৌমাছির আক্রমণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াডাঙ্গা বসুভাণ্ডারদহের খোকন (৩২)। গতকাল সোমবার দুপুরের চুয়াডাঙ্গার জাফরপুর-বেলগাছি সড়কের মাঝে এ ঘটনা ঘটে। পৃথক স্থানে মৌচাক থেকে মধু নিতে গিয়ে মৌমাছির আক্রমণে গুরুতর আহত হয়েছেন মৌয়াল ভুলটিয়ার শহিদুল ইসলাম। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জাফরপুর-বেলগাছি সড়কের পাশের বাগানে মৌচাক রয়েছে। এ মৌচাকে কয়েক কিশোর ঢিল মেরে পালায়। এ সময় সেখানে মোটরসাইকেলযোগে পৌঁছান বসুভাণ্ডারদহের আজিজুল হকের ছেলে খোকন। তাকে মৌমাছিতে ছেকে ধরে। অসংখ্য মৌমাছির হুলে গুরুতর অসুস্থ হয় পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তিনি হাসপাতালে পৌঁছে প্রাণে রক্ষা পান। অপরদিকে জেলা সদরের ভুলটিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে শহিদুল মৌচাক তেকে মধু সংগ্রহ করে বিক্রি করেন। গতকাল তিনি পার্শ্ববর্তী নবীননগরের মাঠে যান মধু সংগ্রহে। এ সময় মৌমাছির আক্রমণে আহত হন তিনি। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।