দাবিকৃত টাকা না পেয়ে ৬ ইটভাটায় চাঁদাবাজদের হামলা ॥ ৮ শ্রমিক আহত

মেহেরপুর গাংনীর পল্লিতে এবারও বেপরোয়া হয়ে উঠেছে চাদাবাজচক্র : ইটপোড়নো শুরু হতে না হতে আতঙ্ক

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় ছয়টি ইটভাটায় হামলা চালিয়েছে সশস্ত্র চাঁদাবাজরা। চাঁদার দাবিতে শ্রমিকদের বেধড়ক মারপিট করা হয়েছে। এতে আহত হয়েছেন আট শ্রমিক। গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যা থেকেই ইটভাটায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন পুলিশ সুপার।
আহতদের মধ্যে আকুবপুরের থ্রি স্টার ও ফোর স্টার ইটভাটার পোড়াই শ্রমিক তোজাম হোসেন (৩০) ও রিপন হোসেনকে (৪০) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং একতা ইটভাটার সেলিম উদ্দীন (৪৫) ও মহিদুল ইসলামকে (৫০) বামন্দী বাজারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু বলেন, আকুবপুর এলাকায় অবস্থিত সমতা, একতা, থ্রি স্টার, ফোর স্টার, তমা এবং বাওটের জনতা ইটভাটায় রাতে ১০-১৫ জন সশস্ত্র চাঁদাবাজ হামলা চালায়। রাতে কর্মরত পোড়াই শ্রমিকদের মারধর করে। এসময় একটি মোবাইল নম্বর দিয়ে চাঁদা পরিশোধের জন্য মালিকদের যোগাযোগ করতে বলে। এদিকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছুনোর আগেই চাঁদাবাজরা পালিয়ে যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইটভাটা চালুর আগে থেকে নিরাপত্তার ব্যাপারে মালিকদের সতর্ক করা হয়। নিজস্ব লোকজন দিয়ে পাহারা দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানো হলেও তারা সহায়তা করেননি। তবে হামলাকারী চাঁদাবাজাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ইটভাটাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। গেল বছর ইটভাটাগুলো বিভিন্ন জোনে ভাগ করে টহল জোরদার করে পুলিশ। এতে সহায়তা করেছিলেন ইটভাটা মালিকরা। কিন্তু এবার বেশ কিছুদিন আগেই পুলিশ সুপার গাংনী থানায় ইটভাটা মালিকদের সাথে মতবিনিময়ে গত বছরের পরিকল্পনার কথা বলেন। সেই মোতাবেক কাজ করার প্রতিশ্রুতি থাকলেও ভাটা মালিকদের মাঝে কিছুটা অনিহা ছিলো। অবশ্য ইটভাটাগুলো পুরোদমে চালু না হওয়ায় এমনটি হয়েছে বলে জানান কয়েকজন ইটভাটা মালিক। এদিকে গতকাল থেকেই মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশনা জানিয়ে জেলায় মাইকিং করা হয়েছে। সন্ধ্যার পর অনুমতি ব্যতিরেকে ইটভাটায় বহিরাগত কেউ প্রবেশ করলেই তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি করা হয়েছে।