দর্শনা হল্টস্টেশন উত্তপ্ত : চলছে আধিপত্ত বিস্তারের লড়াই দফায় দফায় দন্দ্ব : রবিউল মোল্লা গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন এলাকা দালালচক্রের আধিপাত্ত বিস্তরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। পক্ষ-বিপক্ষের মধ্যে দফায় দফায় ঘটছে দন্দ্বের ঘটনা। সৃস্টি হয়েছে চরম উত্তেজনা। বিরাজ করছে আতঙ্ক। পুলিশি ঝটিকা অভিযানে গ্রেফতার হয়েছে রবিউল মোল্লা। দর্শনা হল্টস্টেশনের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঘটছে অপ্রীতিকর ঘটনা। মাসুম বাহিনী আধিপাত্ত বিলুপ্ত হলেও নতুন করে সৃস্টি হয়েছে বাহিনী। এ বাহিনীর প্রধান মিনারুলকে এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ওপর বাহিনী প্রধান মাসুম রাতের আধারে দিয়েছে গা ঢাকা। এরই মধ্যে মিনারুল বাহিনীর হামলার শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন পৌর ওয়ার্ড কাউন্সিলর হাসান খালেকুজ্জামান। পরদিনই সকালে দালালচক্রের সদস্যরা হামলা চালিয়েছে সাংবাদিক চঞ্চল মেহমুদের ওপর। চঞ্চল মেহমুদকে অপহরণের অপচেষ্ঠায় ব্যার্থ হলেও তাকে করা হয়েছে মারধর। দামুড়হুদা থানায় মিনারুলসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদসভায় আসামি গ্রেফতারের জোর দাবি তোলা হয়। ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেছে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ঘটনার দিনগত রাতেই দর্শনা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মিনারুল। তবে থামেনি দ্বন্দ্ব। হল্টস্টেশন এলাকায় দিনদিন বেড়েই চলেছে হামলা-পাল্টা হামলার ঘটনা। দুপক্ষের পাল্টা-পাল্টি হামলার ঘটনায় গোটা এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। উত্তপ্ত হল্টস্টেশন এলাকায় দর্শনা পুলিশি অভিযান রয়েছে অব্যাহত। গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা আইসি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন রবিউল মোল্লাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিউল মোল্লা থানা হেফাজতে ছিলো। হল্টস্টেশন এলাকায় যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে সাধারণ মানুষ। পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে এলাকার চিহ্নিতদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।।