দর্শনা রেলইয়ার্ড ঘেষা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিজিবি

 

 

দর্শনা অফিস: যেকোনো মূল্যে দর্শনা রেলইয়ার্ড লুটেরামুক্ত করতে মাঠে নেমেছে বিজিবি। সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে নানামুখি পদক্ষেপ। দফায় দফায় অভিযানের পাশাপাশি এবার শুরু করেছে ইয়ার্ড ঘেষা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে দর্শনা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আউয়াল হোসেন খান সঙ্গীয় সদস্যদের নিয়ে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন। দর্শনা রেলওয়ে নিরাপত্তা বিভাগের সদস্যদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযানকালে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে ইয়ার্ডের পরিবেশ শান্ত রাখতে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বিজিবির এ উচ্ছেদ অভিযানের মধ্যদিয়ে লুটেরাদের মধ্যে আতঙ্কের নতুন রুপ ধারণ করবে বলে সুচতন মহল মনে করছে। বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে সুধীমহল।