দর্শনা রেলইয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের মারামারি

ধাওয়া পাল্টা ধাওয়া পাথর নিক্ষেপ : আহত ৫

দর্শনা অফিস: দর্শনা রেলইয়ার্ডে রক্ষিত ভারত থেকে আমদানিকৃত মালামাল লুটপাটে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর চরমভাবে ক্ষতি হলেও পকেট ভরছে নিরাপত্তা বিভাগ ও ইয়ার্ডে পুষে রাখা ৫/৬টি লুটেরাচক্রের। নিরাপত্তা ও লুটেরাদের মধ্যে সখ্য থাকলেও মাঝে মধ্যে তাদের মধ্যেই সৃষ্টি হয় বিরোধ। ইয়ার্ডে লুটপাটে বাধা দেয়ার জন্য নিরাপত্তাদের সাথে বিরোধ নয়, বিরোধ বাধে নিরাপত্তা ও লুটেরাদের মধ্যে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে। গতকাল মঙ্গলবার বিকেলে রেলইয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের সাথে সুমন পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে দু পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও রেলের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লেও প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সুমন গ্রুপের হোতা সুমন ও হৃদয়সহ উভয়পক্ষের ৫ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোথায় নেয়া হয়েছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেননি। তবে দু পক্ষের তুমুল সংঘর্ষের মধ্যে নিরাপত্তাকর্মীদের নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে দর্শনা আইসি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও লুটেরাচক্রের কোনো পক্ষের সদস্যকে গ্রেফতার করতে পারেনি। দর্শনা রেলইয়ার্ডকে লুটেরামুক্ত করতে নিরাপত্তাকর্মীদের পাশাপাশ বিজিবি ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।