দর্শনা বিজিবির সিংনগর হালদারপাড়া মাঠে মাদকবিরোধী সফল অভিযান ফেনসিডিলসহ রেজা ও হযরত আটক : ৬ জনের বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছেন জীবননগরের সিংনগর হালদারপাড়া মাঠে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ আটক করেছেন সিংনগরের রেজা ও হযরতকে। ৪ জনকে পালাতক আসামি করে ৬ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

গত রোববার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়ালের নির্দেশে ল্যান্সনায়েক হাজি আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবি সদস্যরা সীমান্ত পথে ভারত থেকে পাচার করে আনার সময় ধাওয়া করে আটক করে সিংনগর স্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম ওরফে রেজা (৩২) ও একই পাড়ার উসমান আলীর ছেলে হযরতকে (৩৪)। আটককৃত হযরত ও রেজার কাছ থেকে বস্তাভর্তি ৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। আটকের পর বিজিবির জিজ্ঞাসাবাদে রেজা ও হযরত ফেনসিডিল বহনকারী জোন হিসেবে দাবি করে বলেছে, এ ফেনসিডিল একই গ্রামের তৈয়বের ছেলে নেকো, আমান উদ্দিনের ছেলে ছোট, আকেল আলীর ছেলে হাবিবুর ওরফে হব্বুর ও মকসেছেদের জামাতা রাজ্জাকের। আটককৃতরা ৩ টাকা হারে জোন হাজিরা সীমান্ত থেকে এ ফেনসিডিল বহন করে ওই জনের মধ্যে যে কারো বাড়িতে পৌঁছে দিতো। এ ঘটনায় নায়েক আবু তাহের বাদী হয়ে রেজা, হযরত, নেকো, ছোট, হব্বুর ও রাজ্জাকের বিরুদ্ধে গতকাল সোমবার জীবননগর থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সুবেদার আব্দুল আওয়াল।