দর্শনা বিজিবির চোরাচালানবিরোধী অভিযান : ৯ কেজি রুপোসহ নাস্তিপুরের ইজাজুল আটক

দর্শনা অফিস: দামুড়হুদার নাস্তিপুরের ইজাজুল নামের এক রুপো চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ইজাজুলসহ তিনজনকে আসামি করে থানায় বিজিবি মামলা দায়ের করেছে। গতকাল বুধবার দুপুর সোয়া দুটোর দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামানের নির্দেশে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোরশেদ আলম খানের নেতৃত্বে হাবিলদার আব্দুল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান দামুড়হুদার মদনা খালের ধারে। লে. কর্নেল মনিরুজ্জামান বলেছেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে রুপো চোরাকারবারীচক্রের দু সদস্য পালিয়ে গেলেও ধাওয়া করে আটক করা হয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিমপাড়ার আব্দুল হাই’র ছেলে ইজাজুলকে (৩০)। ইজাজুলের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ কেজি ভারতীয় মুড়কি রুপো। এ ঘটনায় হাবিলদার আ. করিম বাদী হয়ে গতকালই ইজাজুলসহ ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পালাতক আসামিরা হলো- একই গ্রামের রবিউল ওরফে ওবিল মণ্ডলের ছেলে তারিকুল ও সবুর আলীর ছেলে আলমগীর। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, রুপো চোরাচালানের হোতাদের খোঁজা হচ্ছে।