দর্শনা নিমতলা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে মদ উদ্ধার : দুজন বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা মাদকবিরোধী দুটি অভিযান চালিয়েছে ৮৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় কাউকে আটক করতে পারেনি। দুজন অভিযুক্ত মাদককারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাঙ্গিয়ারপোতার খবির ও আয়নালকে নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকরোধী অভিযান চালান চুযাডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামে। বিজিবি সদস্যরা আকন্দবাড়িয়া রায়পাড়ার দেলোয়ারের ঘরের মেজে খুঁড়ে উদ্ধার করেন ৩৪৫ বোতল ফেনসিডিল। এ সময় কৌশলে পালিয়ে যায় দেলোয়ার ও তার ছেলে সাজিদুল ইসলাম ওরফে লালু। এ ঘটনায় হাবিলদার নাজমুল হক বাদী হয়ে গতকালই দেলোয়ার ও লালুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গতপরশু দুপুর দুটোর দিকে বিজিবির একই দল ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা একটি বাঁশবাগান ও বিচুলির গাদা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন ৫০২ বোতল ফেনসিডিল। এ ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের কথা বিজিবি বললেও অভিযোগ উঠেছে, ফেনসিডিল উদ্ধার করা হয় অভিযুক্ত মাদককারবারী খবিরের কাছ থেকে। এলাকার চিহ্নিত মাদককারবারী আয়নালের জোন হাজিরায় ফেনসিডিল বহনকারী খবিরকে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়ার অভিযোগ উঠলেও হাবিলদার নাজমুল হক তা অস্বীকার করেছেন।