দর্শনা দক্ষিণচাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দ্বন্দ্ব থানায় অভিযোগ করায় মহিলাসহ ৫ জনকে মারধর

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরে দু পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বছর দেড়েক। এ বিরোধের কারণেই একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে থানায় করেছে অভিযোগ। অভিযোগ করার অপরাধে মহিলাসহ ৪ জনকে করা হয়েছে মারধর। দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর স্কুলপাড়ার হাজি আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, হামিদুল্লাহ ও ওহিদুল্লাহর সাথে প্রতিবেশী লোকমান মণ্ডলের ছেলে নুরুল ইসলামের জমিজমা সংক্রান্ত ঘটনায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ কারণেই নুরুল ইসলাম গত ১৫ ডিসেম্বর ৪ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের কারণেই গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওবায়দুল্লাহসহ ৫/৬ জন হামলা চালায় নুরুল ইসলামের বাড়িতে। নুরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, হামলাকারী মারধর করে আহত করেছে, শফিউল্লাহ (২৪) স্ত্রী রুমানা (১৯) মা জহুরা খাতুন (৫৪) ও বোন রেহেনা (৩২) নুরজাহানকে (২৮)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুমানা ও নুরজাহান অন্তঃস্বত্তা। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে নুরুল ইসলাম মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।