দর্শনা জয়নগর সীমান্তে দর্শনা বিজিবির মাদকবিরোধী অভিযান- ফেনসিডিলসহ উথলীর মিঠুন আটক ॥ ৪ জনের বিরুদ্ধে মামলা

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে সীমান্তবর্তী মাঠ জয়নগরে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ উথলীর মিঠুন নামের অভিযুক্ত এক মাদক কারবারিকে আটক করতে পারলেও পালিয়েছে আরও ৩ জন। মিঠুনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান সীমান্তবর্তী জয়নগর মাঠে। বিজিবি সদস্যরা সীমান্তের ৭৭ নং মেন পিলারের ১শ’ গজ ভারতের অভ্যান্তর থেকে জীবননগর উপজেলার উথলীর আবদুস সাত্তার মোল্লার ছেলে মিঠুন মোল্লাকে (৩৫) আটক করেছে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত মিঠুনের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ বোতল ফেনসিডিল। এ সময় মিঠুনের সাথে থাকা আরও ৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় সুবেদার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গতকালই মিঠুনসহ ৪ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পালাতক আসামিরা হলেন- দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৫), পারকৃষ্ণপুরের গণি মিয়ার ছেলে আব্বাস আলী (৪৪) ও নুরুল ইসলামের ছেলে ছোট।