দর্শনা জয়নগর চেকপোস্টে সাংবাদিক মামুনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন দর্শনা প্রেসক্লাব সাংবাদিকরা

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর চেকপোস্টে পেশাগত দায়িত্ব পালনকালে কথিত দাললচক্রের হামলায় আহত হয়েছেন সাংবাদিক আহসান হাবিব মামুন। মামুনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকরা হামলাকারীদের গ্রেফতারের দাবি তুলেছেন। দু দিনের মধ্যে পুলিশ হামলাকারীদের গ্রেফতার না করলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়ার আভাস দিয়েছেন।

জানা গেছে, গত সোমবার স্থানীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকায় ‘কথিত দালাল জসিমের বিরুদ্ধে’ সংবাদ প্রকাশিত হয়। ওই দিন দুপুরে সাংবাদিক মামুন মোটরসাইকেলযোগে দর্শনা চেকপোস্টে সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত দালাল জসিম, আশরাফ ও শাকের আলীসহ ৫-৬ জন হামলা চালায় সাংবাদিক মামুনের ওপর। হামলাকারীরা মামুনের কাছে থাকা একটি ক্যামেরা, দুটি মোবাইলফোন এবং পকেটে থাকা ৪ হাজার ১৩০ টাকা ছিনিয়ে নেয়। পরে আহত মামুনকে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহসান হাবীব মামুন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়কারী মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন, সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম, এফএ আলমগীর, নুরুল আলম বাকু, মনিররুজ্জামান সুমন, ইয়াছির আরাফাত মিলন, মাহমুদ হাসান রনি, আহসান হাবিব মামুন, আজিমুদ্দিন, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, সাব্বির আলিম, মনজুর আহমেদ, জিল্লুর রহমান মধু, মেহেদী হাসান তুহিন প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, আজ বুধবারের মধ্যে মামুনের ওপর হামলাকারীদের পুলিশ গ্রেফতার না করলে প্রেসক্লাবের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে।।