দর্শনা কলেজ মাঠে সাম্প্রতিকের বিজয় মেলার ৪র্থ দিনের আলোচনায় বক্তারা : যাদের আত্মত্যাগের হয়েছি মুক্ত স্বাধীন আমরা তাদের ভুলবোনা

 

দর্শনা অফিস: ‘৩০ বছর পূর্তিতে নাচুক হিয়া ফূর্তিতে’ এ স্লোগানকে সামনে রেখে দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে সপ্তাব্যাপী বিজয় মেলার। দর্শনা সরকারি কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলার গতকাল সোমবার ছিলো ৪র্থ দিন। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পাকিস্থানি হায়েনা ও তাদের দোষররা নির্মম ভাবে হত্যা করেছিলো বুদ্ধিজীবিসহ স্বাধীনতাকামি সাধারণ মানুষকে। রচনা করেছিলো এক কালো অধ্যায়ের। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আহ্বানে জেগে উঠেছিলো এ দেশের মুক্তিকামি জনতা। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম আজকের স্বাধীনতা। আমরা স্মরণ করি তাদের, যাদের আত্মত্যাগ আমাদের করেছে মুক্ত ও স্বাধীন। সংগঠনের সাবেক সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোনিত কুমার গাইন, পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শিক্ষক নেতা স্বরূপ কুমার দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক নেতা হারুন অর রশিদ-জুয়েল ও আরতি হালসনা।