দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণ কাজের দুর্নীতি পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান সৌমেন সাহা

 

দর্শনা অফিস: দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের আড়াই কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের দুর্নীতির তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করলেন কমিটির প্রধান সৌমেন সাহা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুর্নীতি তদন্ত কমিটির প্রধান সৌমেন সাহা ঘটনাস্থলে যান। পরে দর্শনা উদ্ভিদ কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তবে তদন্তের ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। উল্লেখ্য, বাংলাদেশ কৃষি অধিদপ্তরের দর্শনা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের আড়াই কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি ধরা পরে। রডের পরিবর্তে বাঁশের কাবারি দিয়ে পিলার ঢালাই আলোচনার ঝড় তুলেছে। এরই প্রেক্ষিতে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কমিটির প্রধান সৌমেন সাহা গতকাল পরিদর্শন করলেন।