দর্শনা উথলী ও নিমতলা বিজিবির পৃথক অভিযান :৪ মাদকব্যবসায়ী আটক : ফেনসিডিল মদ ও শাড়ি উদ্ধার

 

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: উথলী, দর্শনা ও নিমতলায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৪ মাদকব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, ভারতীয় মদ ও শাড়ি। গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে জীবননগর উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান জীবননগরের আন্দুলবাড়িয়া পোকামারী মোড়ে। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে একটি অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে সেটিং করা অবস্থায় ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। ঘটনার সাথে জড়িত থাকায় আটক করা হয়েছে জীবননগরের উথলী ইউনিয়নের সিংনগর গোরস্থানপাড়ার মেহের আলীর ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এলাকার চিহ্নিত মাদককারবারী জহিরুল ওরফে জুলু (৩২), দর্শনার দক্ষিণচাঁদপুর গোরস্থানপাড়ার কলিম উদ্দিনের স্ত্রী নুরজাহান (৩৫), সিদ্দিকের স্ত্রী নাছিমা (৪৫) ও রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামের আ. খালেক খানের ছেলে অটোরিকশা চালক মিজানুর রহমান ওরফে মিজানকে (২৮)। আটককৃতদের কাছ থেকে নগদ ২ হাজার ৩শ টাকা, ৩টি মোবাইলফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় হাবিলদার সাইফুল ইসলাম বাদী হয়ে গতকালই জীবননগর থানায় আটককৃত ৪ জনের বিরুদ্ধে দায়ের করেছেন মামলা। এ দিকে আটককৃতরা নিজেদের ফেনসিডিল বহনকারী জোন হিসেবে দাবি করে বলেছে, এ ফেনসিডিল চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংধারপাড়ার বজলুর। এ ফেনসিডিল রাজবাড়ী পৌঁছুতে পারলে ৪ জনকে ৭ হাজার টাকা জোন হাজিরা দিতো বজলু।

অপরদিকে গতকাল বিকেলে দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে দর্শনার শ্যামপুর মোড়ে অভিযান চালান। বিজিবি সদস্যরা ওই মোড়ে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৫৯টি ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। এ দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে পৃথক তিনটি অভিযান চালিয়ে উদ্ধার করেন ভারতীয় মদ ও ফেনসিডিল। গত সোমবার রাত ৯টার দিকে সিংনগর হালদারপাড়া মাঠ থেকে ১১৮ বোতল, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে একই মাঠ থেকে ২৪ বোতল এবং দুপুর ১টার দিকে নিমতলা মাঠ থেকে ৭০ বোতল ভারতীয় থ্রি এক্স রাম মদ উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম।