দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী অভিযান : ফেনসিডিলসহ সিংনগরের সাজ্জাদ গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ জীবননগরের সিংনগর গ্রামের সাজ্জাদকে গ্রেফতার করেছে। সাজ্জাদ ও সিংনগরের আলোচিত সামাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। পুলিশ পুরাতন বাজার মোড়ের জনতা ফার্মেসীর সামনে একটি ভ্যানের গতিরোধ করে সন্দেহজনকভাবে গ্রেফতার করে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর ব্রিজপাড়ার শুকরো মোতালেবের ছেলে সাজ্জাদকে (২০)। পুলিশ সাজ্জাদের কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

পুলিশ বলেছে, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সিংনগর মসজিদপাড়ার আবু তাহেরের ছেলে বিজিবির কথিত সোর্স পরিচয়দানকারী আলোচিত সামাদ এ ফেনসিডিল দর্শনা পৌর শহরের পাঠানপাড়ার জনৈক মাদককারবারীকে পৌছে দিতে পারলে তাকে জোন হাজিরা দেয়া হতো। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় সাজ্জাদ ও সামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সামাদকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন আইসি ইনচার্জ মিজানুর রহমান।