দর্শনা অংকুর স্কুলে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি টগর

প্রতিযোগিতা শ্রেষ্ঠত্ব র্জন ও লুকায়িত প্রতিভার বিকাশ ঘটায়

 

হারুন রাজু/হানিফ মণ্ড: দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপি শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিনুষ্ঠান। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে বিকেলে। অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততোই উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, অন্যদিকে লুকায়িত প্রতিভার বিকাশ ঘটায় এবং গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক এসএম মনিরুজ্জামান বলেন, আজকের শিশুরা আগামীদিনে দেশের কর্ণধার হয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে। বিশ্ব দরবারে বিকশিত করবে বাংলাদেশের নাম। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে অভিভাবকদের।

কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বিদ্যালয়ের পৃষ্ঠপোষক কৃষিবিদ আজিজুর রহমান বলেছেন, ঐতিহ্যবাহী দর্শনায় সংস্কৃতি, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের ধারা ধরে রাখতে এ বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই সচেষ্ট রয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাহাঙ্গীর আলম, হাজি খালেকুজ্জামান, হাজি হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, আলী মুনসুর বাবু প্রমুখ। সাবিনা ইয়াসমিন হেনার উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খবির উদ্দিন ও আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতায় ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক পারভীন আলম মিনু, চায়না খাতুন, কামরুন্নাহার হিরা, মঞ্জুয়ারা খাতুন, সালমা আবেদীন পলি, ইসরাত জাহান, মাহমুদা পারভীন, আম্বিয়া খাতুন মুন্না, পারভীন ইয়াসমিন প্রমুখ। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি টগরসহ অতিথিরা।